সিলেটশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

Ruhul Amin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীদের যাছাই বাছাই শুক্রবার সকালে সুনামগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা দেয়া হয়।
সুনামগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাছাই বাছাই কালে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরপ্রার্থীদের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়। বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, বিএনপির দলীয় মনোনিত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব, বিএনপি মনোনিত প্রার্থী যুবদল নেতা হাজী সোহেল আহমদ খান টুনু,জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এর দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ফারজানা বেগম। এদিকে যাছাই বাছাই কালে বাতিল হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম বলেন,আমি আপীল করেছি। আমার সব কাগজপত্র রয়েছে। আশা করি আমার মনোনয়ন আপীলে বৈধ বলে বিবেচিত হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্তকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার প্রার্থীদের যাছাই বাছাই কালে পুরুষ ভাইস চেয়ারম্যান একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজনের মনোনয়ন ত্রুটি জনিত কারণে বাতিল করা হয়। অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবং ভোটগ্রহন ৬ মার্চ অনুষ্ঠিত হবে।