সিলেটসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-২ আসনেরসুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন : ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

Ruhul Amin
মার্চ ৬, ২০১৭ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনের উপ-নির্বাচনের বাছাই পর্বে ৫ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রবিবার (০৫ মার্চ) দুপুর জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে সব প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এস.এম এৎহারুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম, প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনের স্ত্রী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়া সেনের পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহির আলী, জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও জাসদ (আম্বিয়া-প্রধান) সমর্থিত প্রার্থী সালেহীন চৌধুরী শুভ।

এর মধ্যে জাসদ (আম্বিয়া-প্রধান) প্রার্থী সালেহীন চৌধুরী শুভর দল নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না-হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। বাকি চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বাছাইপর্বে নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এস.এম এৎহারুল হক জানান।
আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।  ২৬ ফেব্রুয়ারি  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তকে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন প্রদান করেন। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন।