সিলেটমঙ্গলবার , ২৮ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফাহিম ও অপুর স্মরণে সিলেট জেলা ছাত্রলীগের শোক র‌্যালী

Ruhul Amin
মার্চ ২৮, ২০১৭ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট: 
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে জঙ্গিদের বোমা হামলায় নিহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জান্নাতুল ফাহিম ও মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপুর স্মরণে মঙ্গলবার নগরীতে এক শোক র‌্যালী বের হয়।

র‌্যালীটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, সালাহ উদ্দিন পারভেজ, শাহেদ আহমদ, হারুনুর রশীদ, খালেদুর রহমান খালেদ, সোহেল আহমদ মুন্না, শাহীন আলী, যুগ্ম সম্পাদক জুবায়ের খান, জাওয়াদ ইবনে জাহিদ খান, শাক্কুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, শাহীন আহমদ চৌধুরী নয়ন ও ফাহিম আহমদ শাহ, সম্পাদক মন্ডলীর সদস্য- নিলয় কিশোর ধর জয়, আদি রাজ উজ্জল, আশফাক আহমদ মাসুদ, সামসুজ্জামান, এনামুর রহমান জাহেদ, রাফিউল করিম মাসুম, সাদেকুর রহমান খোকন, এম.এ রাজ্জাক, মুহিবুর রহমান মুহিব, উজ্জল দেব, শহীদুল ইসলাম শহীদ, হোসেন আহমদ, ইবাদ খান দিনার, তারেক আহমদ, নন্দন দেব, সাদেক আহমদ, মাজেদ আহমদ, নাইম আহমদ, সদরুল ইসলাম, আতাউর রহমান সানি, জুনেদ আহমদ, ফারহান সাদিক, এখলাসুর রহমান, ফারুকুজ্জামান রানা, আনোয়ার হোসেন, শিতল বৈদ্য, শাহ রুবেল আহমদ, কাউসার আহমদ, কামরুল ইসলাম, জুনেল আহমদ, নাহিন, রাফি, মিতু, ওয়াহিদ, দুলাল আহমদ, দ্বিপ, সোহাগ, আলমগীর, শাহিন, জিলানি, আহাদ, রনি, সৌরভ, মনসুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোন স্থান নেই। এদেশের আইন-শৃংখলা বাহিনী খুবই সজাগ। জঙ্গি নির্মূল করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। জঙ্গিদের বোমা হামলায় যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফেরা কামনা করেন।