শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

কবরস্থানে দাফনের আগে নড়ে উঠল নবজাতক, হাসপাতালে চিকিৎসাধীন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কবরস্থানে দাফনের প্রস্তুতির সময় হঠাৎ জীবনের সাড়া দিল এক নবজাতক। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর কবরস্থানে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি একটি কার্টনে নবজাতক রেখে কবরস্থানে আসেন। তিনি উপস্থিতদের জানান, শিশুটি মৃত এবং দ্রুত দাফন করার পরামর্শ দেন। পরে কবর খোঁড়ার সময় জোহরের আজানের সঙ্গে সঙ্গেই শিশুটি নড়েচড়ে ওঠে। এসময় আশপাশের লোকজন বিস্মিত হয়ে নবজাতককে দ্রুত উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতায় নবজাতককে ফেমাস স্পেশালাইজড হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন গ্রহণ করেছেন।

সিনিয়র মেডিকেল অফিসার ছোটন মিয়াজী বলেন, শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম। জন্মের পরপরই অক্সিজেনের ঘাটতি দেখা দিলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করার।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয়দের দাবি, কবরস্থানের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে শিশুটিকে ফেলে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হবে। তাঁরা এ ধরনের অমানবিক কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews