সিলেটবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় জমিয়তের সীরাতুন্নবী (সা) সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
এপ্রিল ২০, ২০১৭ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমির ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন,ইসলাম ও দেশের কল্যাণে উলামায়ে কেরামকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশ গঠনে উলামায়ে কেরামের নেতৃত্বের বিকল্প নেই। জমিয়ত শতাব্দির ঐতিহ্যবাহী একটি সংগঠন তাই জাতির এই সংকটময় মুহুর্তে সকেকে জমিয়তের পতাকাতলে সমবেত হতে হবে।
তিনি সোমবার (১৭ এপ্রিল)  নেত্রকোনা জেলা জমিয়তের উদ্দোগে আয়োজিত এক সীরাতুন্নবী (সা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  বাংলা ভাষায় সীরাত সাহিত্যে মাওলানা মুহিউদ্দীন খানের অবদান র্শীষক সেমিনার ও সীরাতুন্নবী (সা) সম্মেলনে বক্তারা বলেন, মহানবী (সা) এর আর্দশ অনুস্মরণ ব্যতিত কোথাও শান্তি আসতে পারেনা। মহানবীর সীরাত চর্চায় মাওলানা মুহিউদ্দীন খানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, ময়মনসিংহ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাহবুব উল্লাহ,যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা কাসেমী,জমিয়ত নেতা আলহাজ¦ মাও: রইছ উদ্দিন, মাওলানা সালমান ফারসী,ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা তাফহিমুল হক, জয়েন্ট সেক্রেটারী চৌধুরী নাসির আহমদ। জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী, যুব নেতা মাওলানা মুফাজ্জল হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার মুহতামিম মাওলানা তাহের কাসেমী, নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. ওমর ইবনে হাছান,এন আকন্দ কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ,জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা ইউনুস,বিশিষ্ট লেখক মুফতি পিয়ার মাহমুদ,জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক,মোহনগঞ্জ উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারী মাওলানা মাসুম আহমদ,কেন্দয়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, যুব মজলিস নেতা মাওলানা মাজহারুল হক, নেত্রকোনা পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদুজ্জামান আখন্দ,সেক্রেটারী হাফেজ আতাউর রহমান,মাওলানা আল আমীন সৈয়দপুরী, যুব নেতা রমজান আলী,মুফতি আশরাফ হোসেন, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ এখলাছুর রহমান,
মদন উপজেলা যুব জমিয়ত নেতা সৈয়দ ইমরান আহমদ, মুফতি ওমর ফারুক, মাওলানা আমিরুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাহবুবুর রহমান মাহী, ছাত্র নেতা মোহাম্মদ আলী প্রমুখ। সংগীত পরিবেশন করেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের পরিচালক আব্দুল করিম দিরদার ও সহকারী পরিচালক আরীফ রব্বানী। সম্মেলনে কওমী শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দ্রুত তা কার্যকর করার আহবান জানিয়ে মাসিক মদীনা ও তাফসীরে মারিফুল কোরআন সহ শতাদিক গ্রন্থের রচয়িতা মাওলানা মুহিউদ্দীন খানকে রাষ্ট্রিয় ভাবে স্বীকৃতির দাবী জানানো হয়। সম্মেলনে নেত্রকোনার ৫ টি আসনের মধ্যে ৩ টি আসনের সম্ভাব্যপ্রার্থীদের কর্মতৎপরতা জোরদার করার আহবান জানানো হয়।