সিলেটবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাদলদের অসভ্য বক্তব্যের নিন্দা নূর হোসাইন কাসেমীর

Ruhul Amin
এপ্রিল ২০, ২০১৭ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরহোসাইন কাসেমী বলেন সরকার কওমী মাদরাসার দাওরাহাদিসের সনদের মান প্রদানের কারনে একশ্রেনীর মানুষ দিশাহারা হয়ে পড়েছেন। তারা নানা ভাবে কাওমী সনদের সীকৃতিকে প্রশ্নবিদ্ধ করতে প্রয়াস চালাচ্ছেন। কাওমী আলেমরা স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক হয়ে গেলে নাস্তিকের পরিমান কমেযেতে পারে। নতুন প্রজন্মের কাছে ইসলাম প্রধান্য পেয়ে যেতে পারে, এই আশংকায় বাম নেতারা পাগলের প্রলাপ বকতে শুরু করেছেন। জাসদ নেতা মাইনউদ্দিন খান বাদল আলেম উলামাদের নিয়ে যে গালিগলাজ করেছে তা কোন সভ্যসমাজ মেনে নিতে পারেনা। সমাজের সম্মানের আসনে সমাসীন আলেম সমাজকে কুকুরের বাচ্ছা বলা কোন সুস্তমস্তিস্কের কাজ হতে পারেনা। বাদলদের এসব অসভ্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে আল্লামা কাসেমী বলেন আলেমদের ব্যাপারে মুখশামলিয়ে কথা বলতে হবে, কারন এদেশের মানুষের নাড়ির সাথে আলেমদের সম্পর্ক রয়েছে। ধর্মপ্রান মানুষ ফুঁসে উঠলে এসব নাস্তিকদের মুদদ দাতাদের হাড়গুড় ও খুজে পাওয়া যাকেনা। সুতরাং আলেম উলামাদের নিয়ে বিশেদাগার বরদাশত করা হবেনা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে স্থাপিত গ্রীকদেবীর মূর্তি রমজানের পূর্বেই অপসারণ করতে হবে।