সিলেটশুক্রবার , ১৯ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘দ্রুত সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই’

Ruhul Amin
মে ১৯, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
‘অনলাইন সংবাদমাধ্যম বর্তমানে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। দ্রুত সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই। তাৎক্ষণিক সংবাদ পাওয়ার উৎস হিসেবে অনলাইন সংবাদমাধ্যম দিনকেদিন তুমুল জনপ্রিয় হয়ে ওঠছে। আগামী দিনে প্রধান সংবাদমাধ্যম হবে অনলাইনভিত্তিক।’

বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলন বক্তারা এসব কথা বলেন।

সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে তিন পর্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য।’

unnamed (6)সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রায় সময়ই সিলেট মহানগরীর বিভিন্ন সমস্যা সম্পর্কে সিলেটভিউয়ে সংবাদ দেখে সেই সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করি আমরা।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতায় সিলেটভিউ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। এজন্য মানুষ কোনো ঘটনা ঘটলেই সিলেটভিউ খুলে তা জানার চেষ্টা করে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘শুধু সিলেট বিভাগেই নয়, সুদূর যুক্তরাজ্যেও সিলেটভিউয়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি যুক্তরাজ্যে গিয়ে তার প্রমাণ পেয়েছি।’

প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, অনলাইনভিত্তিক প্রাইভেটকার সার্ভিস চলো-সিলেট’র পরিচালক জাহেদ চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, এসিড সন্ত্রাস নির্মুল কমিটি, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম’র বাণিজ্যিক সম্পাদক পিংকু ধর ও স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সীর সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটভিউয়ের আলোকচিত্রী সম্পাদক নাজমুল কবীর পাভেল ও স্টাফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমেদ।

প্রতিনিধি সম্মেলনে সিলেটভিউয়ের স্টাফ রিপোর্টার, স্টাফ ফটোজার্নালিস্ট, সিলেট বিভাগের চার জেলা ও বিভিন্ন উপজেলা এবং সিলেটের বিভিন্ন বিশ^বিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০১৬ সালের সেরা প্রতিনিধি হিসেবে বড়লেখা প্রতিনিধি এজে লাভলুকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। এছাড়া কাজের সফলতার স্বীকৃতি হিসেবে বিশ^নাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু ও গোয়াইনঘাট প্রতিনিধি এম এ মতিনকে নিজস্ব প্রতিবেদকের মর্যাদা প্রদান করা হয়।