সিলেটসোমবার , ৫ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রমজান নিয়ে সিলেটের কোন পত্রিকায় কারা লিখছেন জেনে নিন

Ruhul Amin
জুন ৫, ২০১৭ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহিদ আহমদ হাতিমী,সিলেট রিপোর্ট: ইসলাম ধর্মের পাচঁটি স্থম্ভের একটি হলো মাহে রমজানের রোজা। মুসলমানদের অন্যতম মাসব্যাপী এই ধর্মীয় বিধান পালন বা সিয়াম-সাধনা প্রাপ্তবয়স্ক প্রত্যেক নর-নারীর উপর ফরজ। এউপলক্ষে গণমাধ্যম সমুহে বিশেষ অনুষ্ঠান মালা সম্প্রচার করা হয়। সংখ্যাগরিষ্ট জনগনের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠকের নিকট গুরুত্ব বিবেচনায় দেশের প্রায় প্রতিটি দৈনিক পত্রিকায় প্রথম পাতায় বিশেষ কলাম ছাপা হয়। এবং র্দীঘ সিয়াম-সাধনার পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদকে সামনে রেখে বর্ধিত কলেবরে বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়। এদিকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বিভাগীয় শহর সিলেট থেকে একডজন দৈনিক পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। তন্মধ্যে পাঠক প্রিয় সবকটি দৈনিকেই মাহে রমজানকে নিয়ে বিশেষ কলাম প্রকাশিত হচ্ছে। এতে সিলেটের বরেন্য লেখক-সাংবাদিক,ইসলামী গবেষকদের তথ্যবহুল লেখা পাঠকদের ধর্মীয় বিষয়ে জ্ঞান বিতরণে বিশেষ অবদান রাখছে। এতে সাধারণ পাঠকরা বহুবিদ লাভবান হচ্ছেন। নি:সন্ধেহে পত্রিকা কর্তৃপক্ষের এটা একটি মহৎ উদ্দোগ। এবারে পবিত্র রমজান নিয়ে দৈনিক সিলেটের ডাকে লিখছেন মাওলানা শাহ নজরুল ইসলাম। চিন্তুক,গবেষক আলেম। তিনি ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী উপপরিচালক ও বহুগ্রন্থ প্রণেতা। দৈনিক উত্তরপূর্বে লিখছেন মীর্জা সুহেল আহমদ। তিনি একজন তরুণ আলেম ও আইনজীবী। দৈনিক উত্তরপুর্বের স্টাফ রিপোর্টার। দৈনিক সবুজ সিলেটে লিখছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি জামিয়া আমিনিয়া মংলিপাড় সিলেটের প্রিন্সিপাল। দৈনিক শ্যামল সিলেটে লিখছেন মুহাম্মদ রুহুল আমীন নগরী। তরুণ আলেম,লেখক-সাংবাদিক,ইসলামী চিন্তাবিদ। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট এর সম্পাদক। দৈনিক জালালাবাদে লিখছেন মুনশী ইকবাল। তিনি দৈনিক জালালাবাদের স্টাফরিপোটার। দৈনিক সিলেট বাণীতে লিখছেন এম এ হান্নান। তিনিও দৈনিক সিলেট বাণীতে কর্মরত। দৈনিক সিলেটের মানচিত্রে লিখছেন আতিকুর রহমান নগরি। তিনি তরুণ আলেম । এছাড়া দৈনিক যুগভেরী, দৈনিক বিজয়ের কন্ঠ ও দৈনিক কাজিরবাজারে সংগৃহিত লেখা প্রকাশিত হচ্ছে।