সিলেটশুক্রবার , ১৬ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট’র কমিটি গঠন

Ruhul Amin
জুন ১৬, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহি গ্রাম সৈয়দপুরে উদ্যমি ও শিক্ষিত তরুণদের সমন্বয়ে সৈয়দপুরের গরিব- দুঃখি তথা অসহায় মানুষদের কল্যাণে কাজকরতে ”সৈয়দপুর ওয়েলফেয়ার ”নামে নতুন একটি সামাজিক সংগঠণ গঠন প্রতিষ্ঠা করা হয়। এ উপলক্ষে গত ১৪ জুন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক সৈয়দ আয়েশ মিয়ার সভাপতিত্ত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে সৈয়দ আয়েশ মিয়াকে সভাপতি ও মল্লিক কাউছার আহমদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের প্রেসিডিয়াম কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহকারি সম্পাদক মোঃ সুজেল মিয়া, যুগ্ম সম্পাদক শেখ নাহির আহমদ, অর্থ সম্পাদক হাফিজ মোঃ আব্দুল জলিল, সহকারি অর্থ সম্পাদক সৈয়দ ইয়াহইয়া আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমন মিয়া প্রমূখ। ঈদের পর বর্ধিতসভা সভা করে বাকি পদগুলো পূরণ করা হবে।

সভাপতির বক্তব্যে সৈয়দ আয়েশ মিয়া বলেন – সৈয়দপুর শিক্ষা- সাহিত্য- সংস্কৃতি এবং আর্থিকভাবে প্রবাসী অধূ্ষ্যিত সিলেট বিভাগের মধ্যে একটি উন্নতমান সম্পন্ন ধনি এলাকা। তবুও এ গ্রামের কিছু মানুষ রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে। এ সমস্হ দরিদ্র মানুষের কল্যাণে কিছু একটা করার জন্য আমরা কতিপয় শিক্ষিত ও মানবতাপ্রেমিক তরুণরা মিলে এ সংগঠন প্রতিষ্ঠা করেছি। সংগঠনের সাধারণ সম্পাদক মল্লিক কাউছার আহমদ বলেন – আমাদের সৈয়দপুরের যারা দরিদ্র – অসহায় মানুষ রয়েছেন তাদের জন্য কিছু একটা করার লক্ষ্য নিয়ে আমরা সৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট গঠণ করেছি। আমরা দরিদ্র মানুষের একটি তালিকা করছি, এ তালিকা অনুসারে আমরা প্রতিমাসে তাদের জন্য কিছু খাদ্যসামগ্রী প্রদানের ব্যবস্হা করবো। আমরা দেশি- প্রবাসী সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।