সিলেটরবিবার , ৯ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে কৃষকলীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন

Ruhul Amin
জুলাই ৯, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

জামালগঞ্জ থেকে, এম আল আমিন: জামালগঞ্জ উপজেলায় কৃষকলীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। রবিবার দিনব্যাপী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো: আলী আমজাদ। কৃষকলীগ সদস্য মো: সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো: শামছুল আলম, সাচনা বাজার ইউপি যুবলীগ সভাপতি কয়েছ আহমদ, কৃষকলীগ নেতা হায়দার আলী, ডা. শফিকুল ইসলাম, মহিদুল ইসলাম, ডা. কাওছার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার প্রমূখ। সাচনা বাজার ইউনিয়নে টনিক বনিককে আহ্বায়ক ও টিটু বনিককে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য আহ্বায়ক কমিটি করা হয়। সাচনা বাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মো: ছাব্বির আহমদকে সভাপতি ও মো: মোস্তাক আহমদকে সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ডে মানিক মিয়াকে সভাপতি ও রিতেশ চন্দ্র তালুকদারকে সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে আফতাব মিয়াকে সভাপতি ও কয়েছ আফিন্দীকে সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ডে মো: শহীদ মিয়াকে সভাপতি ও বিপ্লব বিশ^াসকে সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডে নিতাই সরকারকে সভাপতি ও নিশি কান্ত রায়কে সাধারণ সম্পাদক এছাড়াও বেহেলী ইউনিয়নে ১ নং ওয়ার্ডে কামরুল ইসলাম তালুকদারকে সভাপতি ও নিত্য রায়কে সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে দুলাল মিয়াকে সভাপতি ও স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। তাই সমস্ত কৃষককে সংগঠিত করে কৃষকলীগের পতাকা তলে এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং আগামী নির্বাচনে আ;লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।