সিলেটবুধবার , ১২ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের কাউন্সিল, আলোচনায় যারা

Ruhul Amin
জুলাই ১২, ২০১৭ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: রাত পোহালেই বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের কর্মীসম্মেলন ও কাউন্সিল। মেয়াদ উর্ত্তীণ হওয়ায় পুর্বঘোষণা মতে কাল (১৩ জুলাই) দুই বছর মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হবে। কাউন্সিলকে কেন্দ্রকরে জেলা ব্যাপী সাংগঠনিক সফর অব্যাহত রয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই তৃণমুল পর্যায়ে সাংগঠনিক ভিত্তিকে আরো মজভুত করার জন্য গণসংযোগ অব্যাহত রেখেছেন। নেতৃদ্বয় সিলেট রিপোর্টকে জানান, সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম বিশাল ফ্যাক্টর,সঙ্গত কারনেই ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তের সহযোগি সংগঠন যুব জমিয়তের নতুন কমিটি আরো সুসংহত করার জন্য আমরা কাজ করছি। আসন্ন জাতীয় সংসদ সহ স্থানীয় নিবার্চনে সাফল্য জনক অবস্থানে রয়েছে জমিয়ত। তাই দলকে আরো মজভুত ভিত্তির উপর দাড়করাতে হলে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ২০০১৭-১৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সম্মেলন ও কাউন্সিল। এদিকে কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। নতুন নেতৃত্বের জন্য অন্যান্য সংগঠনের মতো জমিয়তে লবিং-গ্রুপিং নেই , সংগঠনের মুরুব্বীগন পরার্মশের ভিত্তিতে যাকে যে পদে ঘোষণা করেন সেটাই গ্রহণ করে নেন সাধারণ কর্মীরা। তবে তরণদের সংগঠন হিসেবে নতুন নেতৃত্ব উপহার দিতে কর্মীদের মনোভাব যাচাই করে থাকেন র্শীষ নেতারা। কাউন্সিলার গনের গোপন ভোট অথবা নির্বাচন কমিশনারদের ঘোষিত প্যানেল সর্বসম্মতিক্রমে গৃহিত হলে সে আলোকেই নতুন কমিটি অনুমোদ পায়।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ কর্মী।মেয়াদ পূর্ন হওয়ায় তিনি দ্বিতীয় মেয়াদে একই পদে থাকতে নারাজ। তবে সংগঠনের মুরুব্বীগন দলীয় স্বার্থ বিবেচনায় তাকে পুন:বার একই পদে রাখতেও পারেন। তবে কাউন্সিলার গনের মতামতের ভিত্তিতে নতুন সেক্রেটারীও আসতে পারেন। এ ক্ষেত্রে বিগত কমিটির যুগ্মসাধারণ সম্পাদক অথবা সহসভাপতির পদ থেকে কাউকে এনে অথবা নতুন কেউ সেক্রেটারী ও হতে পারেন। তৃণমুল পর্যায়ে সেক্রেটারীর পদে কয়েক জনের নাম শুনা যাচ্ছে। সেক্রেটারি পদে-মাওলানা অারশদ নোমান, হাফিজ শাহীন অাহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শুয়াইব অাহমদ, মাওলানা খলিল অাহমদের নাম শুনা যাচ্ছে। অপর দিকে সাংগঠনিক পদে মাওলানা এরশাদ খান অাল-হাবিব , হাফিজ হাম্মাদ,সৈয়দ মনির আহমদ,হাফিজ সাঈদ অাহমদ এবং প্রচার সম্পাদক পদে মাওলানা রেজওয়ান অাহমদের নাম আলোচিত হচ্ছে। বর্তমান কমিটির সহসভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ জানান, জেলা ব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরো জোরদারকরতে আমরা সর্বশক্তি নিয়োগ করে আগামী নির্বাচনে প্রতিটি আসন জমিয়ত সর্মথিত প্রার্থীকে বিজয়ী করতে আমাদেরকে শপথ নিতে হবে। তিনি বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধবাদীদের মোকাবেলায় জাতীয়তা বাদী ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’