সিলেটশুক্রবার , ১৪ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে এই মৃত বাংলাদেশি কে ?

Ruhul Amin
জুলাই ১৪, ২০১৭ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত দুইমাস আগে মৃত্যু বরণ করেন এই বাংলাদেশি । দু মাস পেরিয়ে গেলেও তার সঠিক পরিচয় জানা যায়নি ।বিপাকে বাংলাদেশ দূতাবাস ।

গত ৮ মে জেদ্দায় ফিলিস্তিন রোডে আল রাইয়া সুপার মলের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সঙ্গে থাকা একটি পুরাতন পাসপোর্ট ও কাগজপত্র অনুযায়ী জানা যায়, মৃত এই বাংলাদেশির নাম রেজাউল করিম বাবলু , পিতা সারাফাত উল্লাহ করিম, গ্রাম বাকের নগর, থানা বাঞ্ছারামপুর, জেলা কুমিল্লা। পাসপোর্ট নং এফ ১২২২৬১৫।
তার নিকট পাওয়া কাগজপত্রে উল্লেখিত ঠিকানা সঠিক নয় ।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট লেবার কাউন্সিলর লাশ সনাক্ত করতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করেও মৃত ব্যক্তির গ্রামের ঠিকানায় যেয়ে এই নামের কোনো হদিস পায়নি।

ধারণা করা হচ্ছে অবৈধভাবে দীর্ঘদিন সৌদি আরবে কাজ করে আসছিলেন তিনি।সম্প্রতি সৌদি সরকার অবৈধ অভিবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফিরে যেতে যে আউট পাশের সুযোগ দিয়েছিল সেই সুযোগ গ্রহণ করে তিনি দেশে ফেরার জন্য সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়েছিলেন। কিন্ত আর দেশে ফেরা হল না তার। লাশটি জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বাংলাদেশ কনস্যুলেট লেবার ইউং-এর লেবার কাউন্সিলরের সহকারী মোহাম্মদ হুমায়ূন কবির (পলাশ) মৃত এই বাংলাদেশিকে সনাক্ত করতে দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন ।

মৃত রেজাউল করিম বাবলুর সঠিক নাম ঠিকানা কার জানা থাকলে তাকে সনাক্ত করতে নিম্ন বর্ণিত ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে –
মো. হুমায়ূন কবির পলাশ 00966-557340640 /+966-126896276 .
অথবা হানিস সরকার উজ্জল 00966-508722781,
মোহাম্মদ ফিরোজ 00966-535387578 . 00966-559571128.