সিলেটবুধবার , ৯ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে মাহবুব আলী খান স্মৃতি সংসদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Ruhul Amin
আগস্ট ৯, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রশীদ আহমদঃ বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘রিয়ার এমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র’ গত ৬ আগষ্ট রোববার সন্ধ্যায় এ মাহফিলের আয়োজন করে। জ্যাকসন হাইটস্থ ইত্যাদি পার্টি হলে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ হাজী মোহাম্মদ আলী আসগর। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনু, বিএনপি নেতা রফিকুল ইসলাম ডলার, লন্ডনের পূর্ব সিলাম সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী বকুল মিয়া, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান ও সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সাবেক সভাপতি শরিফ আহমেদ লস্কর, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ প্রমুখ।  যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুব আলী খান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ইব্রাহীম আলী। দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন মাহবুব আলী খান স্মৃতি সংসদের সহ সভাপতি রুহেল হাসান, সাবেক ছাত্রনেতা সাইফুর খান হারুন, জিয়াউল ইসলাম, ফয়েজ আহমদ, উত্তম বনিক, তৌফিক মিয়া, মিফতাহ উদ্দিন চৌধুরী মামুন প্রমুখ।
দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা মরহুম মাহবুব আলী খানকে একজন দেশপ্রেমিক ও সৎ মানুষ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, তার মতো মানুষের দেশের জন্য বড় প্রয়োজন। তিনি শুধু সিলেটের কৃতি সন্তান ছিলেন না, ছিলেন সমগ্র বাংলাদেশের কৃতি সন্তান। তার আদর্শকে বাঁচিয়ে রাখতে ‘রিয়ার এমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র’ অগ্রনী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে ইকবাল আনসারী, সুলতান মাসুম, চৌধুরী সালেহ আহমদ, আক্তার হোসেন, আমিন আহমদ, মাসুম আহমদ, সৈয়দ শাহীন ইসলাম, নূরুল ইসলাম খালেদ, নাসিম চৌধুরী, ইমদাদুল ইসলাম, রাহাত রহমান খান, আজমল হোসাইন, মো: তাহের আহমদ, মমিনুর রহমান চৌধুরী, জিয়াউল ইসলাম ঝিনুক, জাফরান আহমদ, শহীদুল ইসলাম তামিম, অলিউর রহমান রুবেল, হারুন মিয়া, আল আমীন, হেদায়েতুল ইসলাম, রাহাত খান সৌরভ, শাহীন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৮৪ সালের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।