সিলেটশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৫ আসনে প্রস্তুতি নিচ্ছেন এম আবদুর রহমান সিদ্দিকী

Ruhul Amin
আগস্ট ১১, ২০১৭ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন আশির দশকের  রাজপথ কাপানো ছাত্র নেতা অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দীকী। জমিয়তে উলামায়ে্ ইসলাম বাংলাদেশ এর এই নেতা  বাংলাদেশ  মুসলিম ছাত্র পরিষদের  সেক্রেটারি, জকিগঞ্জ  উন্নয়ন  সংগ্রাম পরিষদের  প্রতিষ্ঠাতা সভাপতি,  জকিগঞ্জ -কানাই ঘাটের উন্নয়নের বলিষ্ঠ  কন্ঠ বিভিন্ন   সামাজিক  সংঠনের রুপকার অধ্যক্ষ  এম আবদুর  রহমান  সিদ্দিকী  সিলেট -৫ আসনে  ২০  দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী।  সিলেট মহানগর  জমিয়তের সিনিয়র সহসভাপতি , সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এম আবদুর  রহমান  সিদ্দিকী  সিলেট রিপোর্টকে জানান, আমি প্রস্তুতি নিচ্চি,  দলের পক্ষ থেকে এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি-তাই দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে সবধরনের প্রস্তুতি রয়েছে আমার। ২০০৮ সালের বাতিল ঘোষিত নির্বাচনে বিপুল সংখ্যক নেতা-কর্মীনিয়ে  দলীয়  মনোনয়ন পত্র  দাখিল  করেছিলেন । পরবর্তীতে দলীয় র্শীষ নেতাদের সিদ্ধান্ত মোতাবেক আমি কাজ করেছি। জমিয়ত বর্তমানে ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে এই আসনটি জোটের কাছে দাবী করে আসছে। বিগত নির্বাচনে  মাওলানা উবায়দুল্লাহ ফারুক এই আসনে দলীয় প্রতীক খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এর আগে মাওলানা আলীম উদ্দীন দুর্লভপুরী নির্বাচনে অংশ নিয়ে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রায় ১৫ হাজার ভোট পান। ২০০১ সালে জামায়াতের অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী ৪ দলীয় জোটের টিকেটে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে মাওলানা উবায়দুল হক উজিরপুরী ইসলামী ঐক্যজোটের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৭০ সালে মাওলানা মুশাহিদ আলী বায়মপুরী খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। এর আগে তিনি এই আসন থেকেই এমপি নির্বাচিত হন। সেই দৃষ্টি কোন থেকে এখানে ইসলামপন্থীদের ভোট ব্যাংক রয়েছে।