সিলেটমঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশী ‘দ্য প্রফেসর’

Ruhul Amin
আগস্ট ১৫, ২০১৭ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভুয়া কাগজপত্র তৈরি করে দেয়া সহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশীকে (৩২) গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। ওই ব্যক্তি নিজেকে আইসিটিতে বিশেষজ্ঞ বলে প্রচার করতেন। একই সঙ্গে নিজেকে বিশেষভাবে অভিজ্ঞ হিসেবে দাবি করতেন। এ জন্য তাকে সবাই চিনতেন ‘দ্য প্রফেসর’ নামে। মালয়েশিয়ায় বসে মাসে তিনি ৫০ হাজার থেকে ৭০ হাজার রিঙ্গিত আয় করতেন। কিন্তু সেই ব্যবসায় ইতি ঘটে যখন মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক বিভাগের কর্মকর্তাদের পাতা ফাঁদে পা দেন তিনি। শনিবার রাজধানী কুয়ালালামপুরে কর্মকর্তারা ফাঁদ পাতেন। তাদের একজন কাস্টমার সেজে তার সঙ্গে যোগাযোগ করেন ভুয়া ডকুমেন্ট তৈরি করে দিতে। এতে রাজি হয়ে যান ওই বাংলাদেশী। তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা বলা হয়। সেই বৈঠকে যোগ দেন ওই বাংলাদেশী। তাকে আটক করে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা। ওই বাংলাদেশী কুয়ালালামপুরের আমপাংয়ে একটি বাড়িতে ভুয়া কাগজপত্র তৈরি করে দিতেন। এক পর্যায়ে অভিবাসন কর্মকর্তাকে সেখানে নিয়ে যেতে বাধ্য হয় সে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয় সংশ্লিষ্ট বিভাগ থেকে। এতে অভিবাসন বিষয়ক মহাপরিচালক মুস্তাফা আলী বলেছেন, ওই বাংলাদেশীর আবাসন থেকে চাকরিতে নিয়োজিত হওয়ার পাস, অস্থায়ী কাজের পাস, সামাজিক ভিজিট পাস ও স্টুডেন্ট পাসের ২২৯টি স্টিকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাওয়া গেছে মালয়েশিয়ান ভিসার ভুয়া স্টিকার, কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড কার্ড, ই-কার্ড, আই-কার্ড, বাংলাদেশী পাসপোার্ট। এসব ডকুমেন্ট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার পাওয়া গেছে। ঘটনার সময় তার বাসায় পাওয়া গেছে ১১ হাজার ৪৮০ রিঙ্গিত। এ ছাড়া ভুয়া ডেলিভারি ম্যান হিসেবে পরিচিত আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছেন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এই চক্রটি মাত্র ৫ মিনিটে ভুয়া ই-কার্ড তৈরি করে দিতে পারে। ততে একটি ভুয়া পাসপোর্ট তৈরি করতে তাদের সময় লাগে দুই ঘন্টা। মুস্তাফা আলী বলেন, আমাদের বিশ্বাস এরপর তারা এসব এক হাজার থেকে চার হাজার রিঙ্গিতে বিক্রি করতে বলে আমাদের বিশ্বাস। চক্রটি ভাইবার ব্যবহার করে এ ক্ষেত্রে যোগাযোগ করতো।