সিলেটবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর জমিয়তের ৬১ সদস্য বিশিষ্ট ঘোষিত পুর্নাঙ্গ কমিটি

Ruhul Amin
আগস্ট ৩০, ২০১৭ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: গত ২৯ আগস্ট মঙ্গলবার বেলা ২টায় নগরীর  শহীদ সুলেমান হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার  কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।  কমিটি নিনম্রুপ: মহানগর কমিটির সভাপতি- মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খয়রুল হোসেন, মাওলানা রেজাউল করিম কাসিমি, মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা হাফিজ খলিলুর রহমান, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা মুফতি মুজির উদ্দিন, মাওলানা আলতাফুর রহমান, আলহাজ¦ একরামুল আজিজ, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, মাওলানা হাফিজ আব্দুস সামাদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা শফীউল আলম, মাওলানা আলী নূর, মুফতী শিব্বির আহমদ (ভাইস চেয়ারম্যান), মুফতী মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কাসেমি, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা ক্বারী মুখতার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, আতিকুর রহমান নগরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল গফুর প্রধান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ ওসমানী, সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন বাহার, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, অফিস সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য- মাওলানা আবুল বাশার, মাওলানা সালমান বিন মালিক, ক্বারী রইছ উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা শামীম আহমদ, মাওলানা সালিম আহমদ, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা হাফিজ আব্দুল্লাহ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ইলিয়াস, মাওলানা কাওসার আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আসাদুর রহমান আসাদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাফিজ সৈয়দ মাসুম, মাওলানা মাসুম আহমদ, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ।

কার্যনিবাহী  কমিটির বাইরে ১১ জনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।তারা হলেন: মাওলানা হাফিজ মনছুরুল হাসান রায়পুরী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, মাওলানা হাফিজ মুহসিন আহমদ, মাওলানা আউলিয়া হোসাইন, হাফিজ মাওলানা ওলিউর রহমান, মাওলানা মুজিবুর রহমান, আলহাজ¦ নাদির খান, মাওলানা আব্দুল মতিন ধনপুরী, মাওলানা তৌয়বুর রহমান, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা মুজিবুর রহমান কাসিমী। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে, সদস্য মাওলানা নুর আহমদ ক্বাসেমী ও সৈয়দ সলিম ক্বাসেমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিন বছর মেয়াদী কমিটি গোষণা করা হলেও ঘোষিত অনেকেই এই কমিটি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কারন মহানগর কমিটিতে স্থান পাওয়া অনেকেই জেলা শাখার গুরুত্ব পুর্ন পদে আসিন রয়েছেন। এব্যাপারে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, যারা বিভিন্ন জেলা ও মহানগরের পদে আছেন তাদের আগামী ১৫ তারিখের মধ্যে যে কোন একটি পদ ছাড়তে হবে। এই আলোকে অনেকেই পদ হারাতে পারেন-১৫ সেপ্টেম্বরের পরে।এদিকে মহানগর জমিয়তের আগের কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী সহ আরো কযেকজন পুরাতন নেতা কমিটি থেকে বাদ পড়েছেন।
এবং শুন্যপদে অন্যদের নেয়ার হবে বলেও জানান উবায়দুল্লাহ ফারুক।এব্যাপারে মাওলানা আব্দুল মালিক চৌধুরী তার ফেসবুক আইডি থেকে একটি সতর্কবানী উচ্ছারন করে  মহানগর কমিটির এখনো ১৮ মাস মেয়াদ রয়েছে বলে দাবী করেন।