সিলেটমঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশে দেশে সমালোচিত সু চি-র ভূমিকা

Ruhul Amin
সেপ্টেম্বর ৫, ২০১৭ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে চালানো অভিযানের নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। সেই সঙ্গে শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সাং সু-চির ভূমিকার সমালোচনায় করেছে জাতিসংঘসহ নোবেল জয়ী অন্যান্যরা।

গত ১০ দিনে মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার কারণে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতিদিনই আরো হাজার হাজার শরণার্থী আসছে। এ সংকটের ব্যাপারে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো থেকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পক্ষ থেকে এই সংকটের দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এবং নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই উভয়েই মিয়ানমারের নেত্রী অং সান সু চি-র প্রতি এ সহিংসতার নিন্দা জানানোর আহবান জানিয়েছেন।

ইয়াংহি লি বলেন, “মিয়ানমারের নেত্রীকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আমরা যে কোনো দেশের সরকারের কাছ থেকেই আশা করি যে তারা তাদের নিজের এলাকার সবাইকেই রক্ষা করবে। যদিও সু চি একটি কঠিন অবস্থানের মাঝে আছেন, তবু আমার মনে হয় তার এখন সেখান থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।”

মালালা বলেন, মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা যদি দেশটির নাগরিক নাই হয়, তবে তারা কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে। মালালা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ারও আহ্বান জানান। একইসঙ্গে দেশটিতে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সহিংসতায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে সেই দেশের শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সাং সূচির নিরবতার সমালোচনাও করেছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে, ‘রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা এবং ব্যাপক ঘরবাড়ি ছেড়ে পালানোর খবরে’ উদ্বেগ প্রকাশ করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজ্জাক এক টুইট বার্তায় ‘ মিয়ানমার এবং এ অঞ্চলের কল্যাণের স্বার্থে রোহিঙ্গা ভাই-বোনদের এই গুরুতর দুর্দশার অবসানের’ আহ্বান জানান।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুডি মিয়ানমার সফর করছেন। তিনি সেদেশের সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে এ সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

মালদ্বীপ বলছে, তারা মিয়ানমারের সঙ্গে সবরকম অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে।

কয়েকটি দেশে বিক্ষোভ-প্রতিবাদের খবর পাওয়া গেছে। রবিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মিয়ানমার দূতাবাস লক্ষ্য করে একটি ছোট বোমা ছোঁড়া হয়।

মধ্য এশিয়ার কিরগিস্তানে মিয়ানমার ফুটবল দলের সাথে একটি আন্তর্জাতিক ম্যাচ বাতিল করা হয়েছে। কারণ কিছু সামাজিক মাধ্যমেই ম্যাচের সময় প্রতিবাদ-বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছিল। চেচনিয়ায় হাজারো মানুষ একটি প্রতিবাদী সমাবেশে অংশ নিয়েছে।

রাশিয়ার একটি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির মিয়ানমার দূতাবাসের সামনে থেকে ১৭ জনকে নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।