সিলেটবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আরাকানকে স্বাধীন করে, সেখানে রোহিঙ্গাদের প্রেরণ করা হোক : আব্দুর রব ইউসুফি

Ruhul Amin
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি বলেছেন,
আরাকানকে স্বাধীন করে, সেখানে রোহিঙ্গাদের প্রেরণ করাহোক। আজ ১৩ সেপ্টেম্বর টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় জমিয়তের পক্ষ থেকে জরুরী ত্রান সামগ্রি বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। মাওলানা ইউসুফি বলেন, কোন দলের পক্ষে এই বিশাল জনগোষ্টিকে সহায়তা করা সম্ভবনয়, এমন কি বাংলাদেশের পক্ষে একাও রোহিঙ্গাদের সামাল দেয়া বা আশ্রয় , যথাযথ ব্যবস্থা সম্ভব নয়,তাই বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। মিয়ারমার সামরিক জান্তার হাতে বারবার নির্যাতনের শিকার হচ্ছে রোহিঙ্গারা।  রোহিঙ্গাদের স্বদেশে ফেরত প্রেরণ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে  এজন্য আরাকানকে স্বাধীন করার ও আহবান জানান। গতকাল মঙ্গলবার সকালে (১২ সেপ্টেম্বর)  জমিয়ত মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা জুনাইদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা মফিতি মুনির হোছাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা ছানাউল্লাহ মাহমুদী, ঢাকা মহানগরীর সহ সভাপতি মুফতি জাকির হোছাইন প্রমুখ।

 

Posted by Jainul Abedin on Tuesday, 12 September 2017