সিলেটরবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিউম্যানিটি ফর রোহিঙ্গা ইউকে’র কমিাটি গঠন

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল কাইয়ূম কামালী ,ওল্ডহাম-লন্ডন থেকে: বিশ্বের সব চেয়ে নীপিড়ীত জনগোষ্টি রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার দাবিতে “হিউম্যানিটি ফর রোহিঙ্গা ইউকে’র কমিটি গঠন করা হয়েছে। বিগত ১১/০৯/২০১৭ তারিখে ইংল্যান্ডে মাওলানা উবাইদুর রহমান আবিদএর বাস ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে যথাক্রমে  উপদেস্টা- মাওলানা শেখ ইয়াহইয়া (ওল্ডহাম), মাওলানা শায়েখ কমর উদ্দিন (রচডেল)
 কার্যকরি কমিটি : আহবায়ক: হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ  (রচডেল), সিনিয়র যুগ্মআহবায়ক মাওলানা সাদিকুর রহমান (ওল্ডহাম), মুফতি জুনেদ আহমদ ওল্ডহাম, সদস্য সচিব মাওলানা আঃকাইয়ূম কামালী (ওল্ডহাম), সিনিয়র সদস্য সচিব *মাওলানা উবাইদুর রহমান আবিদ (ওল্ডহাম), মাওলানা এমদাদুলহক মিলন (ওল্ডহাম), যুগ্ম আহবায়ক বৃন্দ: মাওলানা শাহ আমিনুল ইসলাম (ওল্ডহাম) , মাওলানা আবুতাহের ফারুকী (লিডস), মাওলানা জয়নাল আবেদীন( প্রেস্টন), মাওলানা মুখলিচুর রহমান (নিউকাসল), মাওলানা সালেহ উদ্দিন (বার্মিংহাম), মাওলানা জিয়া উদ্দিন (সান্ডারল্যান্ড), মাওলানা আঃহক (রচডেল), নজরুল ইসলাম চেয়ারম্যান শাহপরান মাসজিদে (ওল্ডহাম), বারিস্টার আল আমীন (বার্মিংহাম),মাওলানা ইমদাদুল হক (ওল্ডহাম),মাওলানা সেবুল ইসলাম (রচডেল),কাউন্সিলর মমসাদ আহমদ (কিদির মিনিস্টার),মাওলানা সৈয়দ আবু তালহ (কিদির মিনিস্টার) ,মাওলানা আঃ মুহিত (লিডস), মোঃওলানা আনসার আলী (সাউথশীল্ড),মোঃ সেলিম আহমদ (রচডেল),সৈয়দ শাহনাজ আহমদ (সাউথশীল্ড),সৈয়দ আরজু মিয়া (সান্ডারল্যান্ড),হাজী খালিদুর রহমান (হাইড),হাজি জালাল উদ্দিন (লিডস),ইকবাল আহমদ (হাইড) প্রমুখ।

উল্লেখযে, এর আগে গত ৬ সেপ্টেম্বর সিলেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ”হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ ” আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের চেয়ারম্যান সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ২১ ও ২২ সেপ্টেম্বর সিলেট থেকে মিয়ানমার অভিমুখি রোডমার্চ এর কর্মসুচি ঘোশণা করেন ঐদিন। এর পরে বিভিন্ন স্থানে সংগঠনটির শাখা গঠিত হতে থাকে।