সিলেটবুধবার , ১৮ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদের সঙ্গে একই হলে থাকার দাবিতে আন্দোলনে ছাত্রীরা

Ruhul Amin
অক্টোবর ১৮, ২০১৭ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ছাত্রদের সঙ্গে আবাসনে একই ঘরে থাকতে দিতে হবে। ছাত্রীদের এই দাবিতেই অচল হয়ে পড়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। চলছে বিক্ষোভ। ইতোমধ্যেই ১৪ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সরকারিভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল থাকলেও, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির হোস্টেলে একসঙ্গে থাকেন তারা। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাত দশটা পর্যন্ত পড়–য়ারা উভয় হোস্টেলে ঢুকতে পারবেন।

তারপর ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে অথবা ছাত্ররা ছাত্রীদের হোস্টেলে ঢুকতে গেলে একটি খাতায় সই করতে হবে। আর এখানেই বেঁধেছে গোল। ছাত্রীদের দাবি, একই হোস্টেলে থাকতে দিতে হবে তাদের। কারণ তাদের অভিযোগ, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে লিঙ্গ বৈষম্য হচ্ছে। এই ইস্যুতেই প্রতিষ্ঠানটিতে চলছে বিক্ষোভ। ছাত্রীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কয়েকজন ছাত্রও। আন্দোলনকারীদের এই দাবিতে বিস্মিত কর্তৃপক্ষ। এই দাবি কখনওই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। অন্যদিকে, দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন ছাত্রছাত্রীরা। এসবের মধ্যেও পঠনপাঠন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

সূত্র: জি নিউজ