সিলেটবুধবার , ২৭ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে সিরাতুন্নবী সা. সম্মেলন যোগ দিচ্ছেন সাইয়েদ আরশাদ মাদানি

Ruhul Amin
জুন ২৭, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও ইসলামি কেন্দ্রে টানা ৫ দিন ব্যাপী সিরাতুন্নবী সা. মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলেম, জামিয়তে উলামায়ে হিন্দের সভাপতি দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আওলাদে রসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনগুলোতে বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা আখলাদ মাদানী (মদীনা মুনাওয়ারা)। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবনে।

জানা যায়, আজ ২৭ জুন থকেে আগামী ১ জুলাই পর্যন্ত চলবে সিরাতুন্নবী সা. মহাসম্মেলন। সম্মেলনের আয়োজন করেছে মাদানী একাডেমি নিউইয়র্ক নামের একটি সংস্থা।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, ২৭ জুন বাদ মাগরিব মসজদি আল আমান, ২৮ জুন বাদ মাগরিব এনসিএনজে মসজদি বাব আল রহমান, ২৯ জুন বাদ জুমআ বাইতুল জান্নাহ জামে মসজিদ, একই দিন বাদ মাগরিব বুখারী মসজিদ, ৩০ জুন বাদ জোহর দারুল উলুম নিউইয়র্ক ও বাদ মাগরিব জালাবাদ জামে মসজিদ, ১ জুলাই বাদ জোহর মসজিদ আল বাকি ও বাদ মাগরিব সানীসাইড-উডসাইড জামে মসজিদ।

সিরাতুন্নবী সা. মহাসম্মেলনে মাদানী একাডেমি স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের শরিক থাকার আহ্বান জানিয়েছেন।