সিলেটবৃহস্পতিবার , ২৬ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন, তিন পদেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী

Ruhul Amin
জুলাই ২৬, ২০১৮ ৪:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা:  ময়মনসিংহের সর্বশেষ প্রতিষ্ঠিত তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে তিনটি পদেই আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট ফজলুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বি হন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ রানা খান (বিএনপি বিদ্রোহী)।
তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন, তিন পদেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী
বুধবার রাতে ভোট গণনা শেষে রির্টানিং অফিসার ফলাফল ঘোষণা করেন।স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতাদের অভিযোগ, ৮টি ভোট কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরকে বেরকরে দেয়া হয়। সরকারী দলের লোকেরা জালভোট দেয়ারও অভিযোগ করেন তারা।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ অ্যাডভোকেট ফজলুল হক ৪২৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ মাসুদ খান রানা পেয়েছেন ২৭৭০৭ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী নিলুফার ইয়াসমিন মনি তালুকদার পেয়েছেন ৬০৫৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী (নয়ন) ৪১৩৮৬ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মওলানা খাইরুল ইসলাম মণ্ডল (খেজুর গাছ) পেয়েছেন ৩০৯৪২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সালমা আক্তার কাকন ৫২৭২২ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হোসনে আরা আকন্দ পেয়েছেন ১৮৮৫৪ ভোট।
১০টি ইউনিয়ন নিয়ে গঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৩৬। তন্মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ২৬৩ ও  নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৬৭৩জন। ৭২টি ভোট কেন্দ্রে ৬২৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার, ও ভাইস চেয়ারম্যান পদে তিন এবং সংরক্ষিত আসনে দুইজনসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন