সিলেটরবিবার , ২১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাসুদা ভাট্টি আপনি কি আসলেই ইন্ডিয়ান দালাল?-পিনাকি ভট্টাচার্য

Ruhul Amin
অক্টোবর ২১, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ৭১ টিভিতে মাসুদা ভাট্টির প্রশ্নটা নাকি ছিল “সাংবাদিকসুলভ”…!! সেইদিনের টিভি অনুষ্ঠানের ভিডিও ফুটেজ, অনলাইনে পাওয়া যায়। সেইখানে দ্যাখেন, মাসুদা ভাট্টি মঈ​​নুল হোসেনকে বলতেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

মাসুদা বলতেছেন, যে তিনি জানেন ব্যারিস্টার মইনুল হোসেন আগে বলছেন তিনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। মাসুদা তারপরেও উস্কানি দেয়ার জন্য জিজ্ঞেস করতেছেন, আমি ফেইসবুকে দেখতেছি অনেকেই বলছেন আপনি জামাতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন। আপনি কি আসলেই জামাতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকেন?

ফেইসবুকে কে বলেছে উনি জামাতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকেন? এই রেফারেন্স পয়েন্ট ছাড়া এই প্রশ্ন কি ভ্যালিড? যদু মধু রাম শ্যাম যে কেউ ফেইসবুকে একটা কিছু বললেই সেইটা লুফে নিয়ে একজন সাংবাদিক তার দায়িত্বপূর্ণ অবস্থান থেকে এমন প্রশ্ন করতে পারে কি?
অনলাইনে ফেইসবুকে মাসুদা ভাট্টিকে নিয়ে যা যা কুৎসিত অবমাননাকর কথা বলা হয়, সেটা নিয়ে কি আমি লাইভ টিভিতে মাসুদাকে প্রশ্ন করতে পারি? মাসুদা তো সাংবাদিকতার বেসিক এথিক্স জানেনা।ওই পনেরোজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে টক শোতে এনে এখন যদি এমন একটা সাংবাদিকসুলভ প্রশ্ন করতে ​চান​ তাহলে কেমন হয়।

প্রশ্নটা হবেঃ “ফেইসবুকে অনেকেই আপনার নাম নিয়ে আপনাকে ইন্ডিয়ান দালাল বলে। আপনি কি আসলেই ইন্ডিয়ান দালাল?” উনারা কী উত্তর দেন দেখতে চাই। আছেন কোন সাংবাদিক ভাই, এই সাংবাদিক সুলভ প্রশ্ন উনাদের করবেন? লেখক- পিনাকি ভট্টাচার্য, উৎস- ফেইসবুক স্ট্যাটাস