সিলেটবৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের ইসলাহী মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Ruhul Amin
অক্টোবর ২৫, ২০১৮ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বশীর আহমদ : বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সমাজসেবা ও আত্মশুদ্ধিমূলক
ধর্মীয় সংগঠন ‘ইসলাহুল উম্মাহ্ধসঢ়; পরিষদ’এর উদ্দ্যোগে গত ১৫ অক্টোবর
সোমবার বিকাল ৩ টায় স্থানীয় দারুল কোরআন মাদ্রাসায় এক ইসলাহী
মাহ্ধসঢ়;ফিল ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি-মাওলানা বশীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক মাওলানা রওশন ইজদানী ও যুগ্ম সম্পাদক মাওলানা সাদিক আহমদের
যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মূল্যবান আলোচনা পেশ করেন-
বিশ্বনন্দিত মোফাস্ধসঢ়;সিরে কোরআন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী,
হবিগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজীদ
খান এম.পি, খ্যাতিমান লেখক ও গবেষক-কবি মূসা আল-হাফিজ, মাওলানা
কাজী আতাউর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুজীবুর রহমান
যশকেশরী ও ডাঃ মনির লষ্কর প্রমূখ। এতদ্ধসঢ়;ব্যতীত মাহ্ধসঢ়;ফিলে উপস্থিত ছিলেন-
সর্বজনাব মাওলানা আলী হায়দার, আলহাজ্ব মাওলানা আব্দুল আলীম, প্রিন্সিপাল
মাওলানা আব্দাল হোসেন খান, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওলানা শায়খ মুখলিছুর
রহমান, দারুল কোরআন মাদ্রাসার প্রধান পরিচালক-মুফতী জুনাইদ আহমদ,
শিক্ষাসচিব-মাওলানা গোলাম কাদির, বিশিষ্ট চিকিৎসক-ডা: মুবিন উদ্দীন,
কোষাধ্যক্ষ-আলহাজ্ব আব্দুশ শহীদ সর্দার, আলহাজ্ব ডা: হারুনুর রশীদ, বড়বাজার
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি-আলহাজ্ব জয়নাল আবেদীন, মাওলানা
হাবিবুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মুফতী নাসির উদ্দিন আহমদ,
মুফতী নূরুল আমীন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা সূফি আহমদ, মাওলানা
আশরাফ আলী, মাওলানা মশিউর রহমান, মাওলানা শায়খ সাজ্জাদুর রহমান, মাওলানা
জাফর আহমদ সিরাজী ও মাওলানা মুবাশ্বির আহমদ সহ বহু উলামায়ে কেরাম,
বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, সূধীবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণ।
উক্ত অনুষ্ঠানে বানিয়াচং সদরের এবং বানিয়াচং নিবাসী অন্যান্য স্থানের
বিভিন্ন কওমী মাদ্রাসার ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য ১টি করে ক্রেষ্ট ও মূল্যবান বই।
মাননীয় সংসদ সদস্য যুগোপযোগী পদক্ষেপ ও কার্যক্রমের জন্য
বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের ভূয়সী প্রশংসা করেন। আল্লামা নূরুল
ইসলাম ওলিপুরী তাঁর বক্তব্যে বলেন, পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় আজ
মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হলো, এটা সত্যই প্রশংসনীয় উদ্যোগ।
যারা মু’মিন হওয়ার পাশাপাশি নেক আমল করবে এবং সহীহ নিয়তে ও নবীর
তরীকায় আমলী জিন্দেগী গঠন করবে মহান আল্লাহপাক তাদেরকে আখেরাতে
সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করবেন বলে পবিত্র কোরআনে ওয়াদা করেছেন।