সিলেটবৃহস্পতিবার , ২৯ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুর

Ruhul Amin
নভেম্বর ২৯, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশে এখন কোনো স্বাধীনতা বিরোধী শক্তি নাই বলে দাবি করেছেন মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।

বুধবার দুপুরে কুলাউড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সাবেক এ আওয়ামী লীগ নেতা।

ঐক্যফ্রন্টে স্বাধীনতাবিরোধী দল হিসেবে চিহ্নিত জামায়াতে ইসলামির অন্তর্ভুক্তি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, বাংলাদেশে এখন যারা ভোটার তারা কেউ স্বাধীনতাবিরোধী শক্তি নয়। যুদ্ধাপরাধী ছাড়া ৫৪ হাজার (৫৬ হাজার হবে) বর্গমাইলের যারা নাগরিক তারা সবাই সমান ব্যক্তিত্ব। এখানে স্বাধীনতা বিরোধী-অবিরোধী কোনো বিষয় নয়। সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পক্ষের যারা, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। যারা অপশাসনের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। যারা দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। মুক্তিযুদ্ধ মানে লুট করা নয়, মুক্তিযুদ্ধ মানে ব্যাংকের টাকা বিদেশ পাঠানো নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বা অন্যান্য নেতৃবৃন্দ এজন্য মুক্তিযুদ্ধ করেননি।

উল্লেখ্য, কুলাউড়া থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন সুলতান মনসুর। এরপর ২০০১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী এমএম শাহীনের কাছে পরাজিত হন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দলের মধ্যকার সংস্কারপন্থী গ্রুপের সদস্য হয়ে ওঠেন এমন অভিযোগ ওঠলে আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। ২০১৪ সালেও হন মনোনয়নবঞ্চিত।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন সুলতান মনসুর। সরকারবিরোধী এই জোটে বিএনপিও যোগ দিলে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রার্থী হন সাবেক এই আওয়ামী লীগ নেতা।