সিলেটসোমবার , ১৭ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জমিয়তের আলোচনা সভা ও ৱ্যালি

Ruhul Amin
ডিসেম্বর ১৭, ২০১৮ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ছাত্র জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে “মুক্তিযুদ্ধে বিজয়ের তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ ডিসেম্বর বিকেলে। পল্টনস্থ কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাওলানা গোলাম মাওলা৷ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা ইমরানুল বারী সিরাজী ৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম সা;ইফুর রহমান ও পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফ ইবনে ৷
শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাহাদী হাসান ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী৷আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই৷ মজলুমের পক্ষে স্বাধীকারের দাবী আদায়ের জন্য ৷ কিন্তু বর্তমানের এই চরম সময়ে মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই৷
এ দেশ যেন আবার ও জুলুমের অভয়ারন্য হিসাবে পরিণত হয়ে গেছে ৷
আজ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না ৷ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না৷ দুর্নীতি লুটপাট হামলা মামলার ভয় দেখানো হয়৷ হত্যা খুন গুম পেশিশক্তির বিরুদ্ধে কথা বললে নানান অজুহাতে কিংবা গ্রেপ্তার করে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে৷ এহেন পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে নির্মাণ করতে হবে৷ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহন করতে হবে ৷
ছাত্র জমিয়ত বাংলাদেশেৱ কেন্দ্রীয় কাযালয়ে সূচিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এখলাসুর রহমান রিয়াদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, ঢাকা মহানগর সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজহারি৷ দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ ঢাকা মহানগর প্রচার সম্পাদক নুর আহমাদ সবুজ৷ সভাপতির বক্তব্যে এম সাইফুর রহমান বলেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতায যুদ্ধে উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য৷ দেশের সর্বস্তরের ছাত্র সমাজকে আবারো স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সকল জুলুমের অবসান ঘটাতে হবে ৷ আমরা আদর্শের সাথে আকাবিরদের দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব৷
তিনি আরো বলেন সকল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম ছাত্রসমাজই প্রতিবাদ প্রতিরোধ গণআন্দোলন গড়ে তোলে ৷ তারই আলোকে আজকের এ বিজয় দিবসে ছাত্র জমিয়ত বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শপথ গ্রহণ করেছে ৷ ছাত্রসমাজ যখনই বিজয়ের চেতনায় উজ্জীবিত হয় তখনই জালিমশাহীর পতন ঘটে ৷ আশাকরি বাংলাদেশের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমরণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে৷
আলোচনা সভা শেষে দলের কেন্দ্রীয় কার্যালয় পল্টন সিটির সামন থেকে এক বিজয় ৱ্যালি বের হয়৷ ঢাকা মহানগরের নেতৃত্বে বিজয় ৱ্যালিটি মহানগরের বিভিন্ন সড়ক হয়ে বায়তুল মোকাররম উত্তর গেইটে (পল্টন মোড়ে) সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিজয় ৱ্যালি সমাপ্ত ঘোষণা করেন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ৷