সিলেটসোমবার , ১৪ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সংলাপে যাবে ঐক্যফ্রন্ট: ফখরুল

Ruhul Amin
জানুয়ারি ১৪, ২০১৯ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: নির্বাচন কেন্দ্রীক এজেন্ডা থাকলেই জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সিলেট পৌছেঁ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বেলা সাড়ে ১২টায় শহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এর আগে বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে এসে পৌঁছান মির্জা ফখরুল। সফরকারী দলে আরো রয়েছেন, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান বীর প্রতীক।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন বাতিল করতে হবে। বর্তমান অযোগ্য নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, গতবারের মতো সংলাপ হলে তা অর্থবহ হবে না। আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

ঐক্যফ্রন্ট নিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট অটুট আছে, কোন দ্বন্দ্ব নেই।

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

পরে তারা বালাগঞ্জ যাবেন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনে গুলিতে নিহত ছাত্রদল নেতা সুহেলের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানাবেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।