সিলেটশুক্রবার , ১ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর চা চক্রে না যাওয়ার বিষয়ে ঐক্যফ্রন্টের চিঠি

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০১৯ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে অংশ না নেয়ার বিষয়ে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে বলা হয়েছে, গণভবনে ২রা ফেব্রুারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় এটি অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে এবং কমিটি চা চক্রে অংশ না নেয়ার বিষয়ে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন।
চিঠিতে না অংশ নেয়ার কারণ হিসেবে বলা হয়, ৩০শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা হরণ করা হয়েছে। ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

এ পরিস্থিতিতে চা চক্রে অংশ নেয়া কোনোক্রমেই সম্ভব নয়।