সিলেটসোমবার , ৭ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেডিসি পরীক্ষার হলে পানি; পরীক্ষার্থীদের ভোগান্তি!

Ruhul Amin
নভেম্বর ৭, ২০১৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

এহসান বিন মুজাহির: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী আনোয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠসহ পরীক্ষার হলে পানি জমে থাকায় ২০১৬ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। শ্রীমঙ্গলে টানা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে গত দিনের মতো আজও একই ভোগান্তির কবলে পড়েন জেডিসি পরীক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় মাদরাসার ক্যাম্পাসের ভেতরে পানি আর পানি।পরীক্ষার্থীরা পাদুকা হাতে নিয়ে পায়জামা তুলে পরীক্ষার হল রুমে প্রবেশ করছে। মাদরাসা মাঠ ও পরীক্ষা হলে পানি জমে থাকার কারণে আলিয়া মাদরাসার মাদরাসার প্রিন্সিপাল বিকল্প কিছু করতে না পারায় শিক্ষার্থীসহ পরীক্ষা সংশ্লিষ্টরা চরম বিপাকে পড়েছেন। এ পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেওয়ার জন্য পরীক্ষার্থীরা মাদরাসা কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে মাদরাসা ক্যাম্পাস ও পরীক্ষার হল পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়। তিনি অব্যবস্থাপনারোধে সুষ্টুব্যবস্থপনার আশ্বাস প্রদান করেন।