সিলেট ১৮ই আগস্ট, ২০২২ ইং | ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯
ডেস্ক রিপোর্ট:
রগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারানো রিফাত শরীফের (২২) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গ থেকে অ্যাম্বুলেন্সে করে রিফাতের মরদেহ নিয়ে বন্ধু-স্বজনরা দুপুর ১টার দিকে তার বরগুনার বাড়ির উদ্দেশে রওনা দেয়।
বিকেল ৩টার দিকে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের উত্তর বড়লবনগোলা গ্রামের বাড়িতে পৌঁছায় রিফাতের মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এসময় শেষবারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করে হাজারো মানুষ।
বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজ রোড়ে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে।
পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে।
এরইমধ্যে দু’জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com