সিলেটশুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে শায়খুল ইসলাম কনফারেন্স সম্পন্ন

Ruhul Amin
সেপ্টেম্বর ৬, ২০১৯ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ. এর জীবন ও কর্ম নিয়ে শায়খুল ইসলাম কনফারেন্স অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা এরশাদ খান আল হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কালামে পাকথেকে তিলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সাবেক এমপি।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউ কে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হবিগন্জ জেলা জমিয়ত নেতা
মাওলানা আব্দুল জলিল ইউসুফী,
সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম ক্বাসিমি,জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়েখ আব্দুল হাফিজ, যুব জমিয়ত কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার,সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই,সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান,কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশীদ আহমদ, সাহিত্য সম্পাদক মুফতি শামীম আহমদ যুবনেতা মাওলানা আখতার হুসাইন, ছালিক আহমদ, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা সাইদ আহমদ,কে এম ফয়েজ আহমদ, মাওলানা আব্দুল হাই আল হাদী, মাওলানা কামরান আহমদ ছাত্র নেতা হাফিজ হাবিব ছালেহ প্রমুখ।
কনফারেন্সে বক্তারা বলেন, ইমাম হোসাইন রা. এর কারবালার চেতনাই ছিলো শায়খুল ইসলাম মাদানীর রাজনৈতিক চেতনা। জমিয়ত কর্মীদের বাতিলের মুকাবেলায় শায়খুল ইসলামের ন্যায় জেল জুলুম নির্যাতনের ভয় না করে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে নিজেদের উৎসর্গ করতে হবে, তবেই সফলতার আশা করা যায়।