সিলেটশনিবার , ১৯ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিয়েতে যা্ওয়া হলোনা দুই বোনের, প্রাণ গেলো সড়কে

Ruhul Amin
অক্টোবর ১৯, ২০১৯ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই কামারগ্রাম এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত আরও ৩ যাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হচ্ছে বৈরাগীবাজার কলেজের ছাত্রী তাহমিনা বেগম (১৮) এবং তার খালাতো বোন চারাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী তিন্নি বিগম (৮)।
নিহতদের এক আত্মীয় জানান, তার দুজনেই উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই মাইজপাড়া এলাকায় নানাবাড়িতে বসবাস করতো। তারা পরিবারের সদস্যদের সাথে চারখাই এলাকায় এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে একজন তরুণী প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ৩জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
বিয়ানীবাজার থানা সুত্র জানায়, পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সা দুটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, নিহত তাহমিনা বেগম(১৮) এর বাড়ি উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায়। সে বৈরাগীবাজার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার খালাতো বোন তিন্নি বেগম (৮) বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের গুদামবাজার এলাকার ইতালি প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে। সে উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।