সিলেটবুধবার , ১৬ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা মুসলমানদের উপর র্নিযাতন বন্ধে সম্মিলিত আন্দোলন জরুরী : যুব জমিয়ত

Ruhul Amin
নভেম্বর ১৬, ২০১৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের সেক্রেটারী মাওলানা গোলাম আম্বিয়া কয়েস এক বিবৃতিতে বলেছেন রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমারের সরকারী বাহিনীর র্নিযাতন বন্ধে বিশ্বমুসলিমকে কার্যকর পদক্ষেপেনেয়া সময়ের দাবী। তিনি বিভিন্ন সংগঠন ও ইসলামী সংগঠনের নেতাদের পক্ষ থেকে সম্মিলিত আন্দোলনের ডাক দেয়া অত্যন্ত জরুরী।
বিবৃতিতে বলাহয়, জাতিসংঘ রোহিঙ্গাদের ‘বিশ্বের অন্যতম নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়’ হিসেবে চিহ্নিত করেছে। রোহিঙ্গাদের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা ও বড় দেশগুলোর ভূমিকা এরকম মুখের বুলির ওপরই সীমাবদ্ধ। মাঝে মধ্যে বিভিন্ন দেশ ও জাতিসংঘ বাংলাদেশের প্রতি বারবার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহবান জানালেও মিয়ানমার সরকারের ওপর কোনো চাপ দেয়নি। বিশ্বের আনাচে কানাচে কত কিছু নিয়েই সময় ক্ষেপন করছে জাতি সংঘ কিন্তু কোনো উচ্চবাচ্য নেই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে। অমানবিক সন্ত্রাসী কর্মকান্ডবন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি জাতিসংঘ। কিন্তু কেনো ? কারণ হিসেবে বলতে পারি ওরা মুসলমান। তাহলে কি জাতি সংঘ মুসলমানদের সুখ-দু:খ নিয়ে ভাবার সময় নেই?  তাহলে তো এই প্রতিষ্ঠানের নাম হওয়া উচিত ’’অমুসলিম-জাতি সংঘ’’।