সিলেটমঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী ভারতে যথাযথ সম্মান ও অভ্যর্থনা পান : পররাষ্ট্রমন্ত্রী

Ruhul Amin
নভেম্বর ২৬, ২০১৯ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অত্যন্ত সম্মান ও অভ্যর্থনা পান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, এবারে ভারত সফরেও শেখ হাসিনাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি কলকাতার একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে যথাযত মর্যাদা দেওয়া হয়নি, এ তথ্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ কথা সঠিক নয়। তাকে যথাযত মর্যাদা ও সম্মান প্রদান করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কলকাতায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে গত শুক্রবার (২২ নভেম্বর) এক দিনের সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ নভেম্বর (রোববার) প্রধানমন্ত্রীর ওই সফরে দিল্লির আতিথেয়তাকে প্রশ্নবিদ্ধ করে একটি প্রতিবেদন প্রকাশ করে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) আমন্ত্রণে কলকাতায় এলেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু তাকে স্বাগত জানাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী, এমনকি শীর্ষ আমলাকেও পাঠানো হয়নি। যা কি না বাধাধরা কূটনৈতিক প্রথা এবং সৌজন্যের বিরোধী। কেন এমন উদাসীনতা প্রদর্শন, সে বিষয়ে সরকারিভাবে মুখ খুলতে চাইছে না সাউথ ব্লক।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এ অভিযোগ সত্য নয়। কলকাতায় অত্যন্ত সম্মানের সাথে প্রধানমন্ত্রীকে গ্রহণ করা হয়েছে।

সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধির উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ‘স্য়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দাওয়াত দিয়েছেন। এরপরে আর কী চান?