সিলেটশনিবার , ২ মে ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের ২শতাধিক পরিবারের মাঝে অর্থ বিতরণ

Ruhul Amin
মে ২, ২০২০ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটরিপোর্টঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের পক্ষ থেকে প্রাণঘাতি করোনায় কর্মহীন ২শতাধিক পরিবারের মাঝে নগদ প্রায় আড়াই লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতি বছর সামাজিক সংগঠন সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হলেও এবছর বিশ্ব ব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রভাবে দিনমজুর, শ্রমজীবি দরিদ্র পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে দাঁড়িয়েছে সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশন।
সংগঠনের পৃষ্টপোষক ও সংগঠনের চেয়ারম্যান মোঃ রেজাউল হকের পিতা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের বাসিন্দা ফজলুল হক, তার ভাইগণ যুক্তরাজ্য প্রবাসী সৈয়দুল হক, নজরুল হক, এনামুল হক, আইনুল হক, জামানুল হক, জিয়াউল হক সাত ভাই দের পরিবারের অর্থায়নে প্রায় আড়াই লাখ টাকার অর্থ সহায়তা রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।
বিতরণের পূর্ব মূহুর্তে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর কার্যক্রম সম্পর্কে কিছু কথা রাখেনঃ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি বলেন 2011 সালে প্রতিষ্ঠিত সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হাটি হাটি পা পা করে অনেক দূর এগিয়েছে সিলেট বিভাগের সফল যুব সংগঠক হিসেবে দুইবার পদক পেয়েছে সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এবং 2011 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথপুর উপজেলায় প্রতিবছর হতদরিদ্রদের মাঝে নিজ পরিবারের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করে আসছে।

এই বছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তাদের সংগঠনের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে যাতে প্রত্যেকের ঘরে এক সপ্তাহের খাদ্য পৌঁছে দিতে পারে সেই হিসেবে এই বছর তারা দরিদ্র দুই শতাধিক পরিবার কে 2 লক্ষ 50 হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত নেয় এবং এবং করোনা ভাইরাসের কারণে এই বছর প্রত্যেক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা সিদ্ধান্ত হয় সব রকম ফটোসেশন ছাড়াই আমাদের এবারের প্রোগ্রাম সমাপ্ত করবেন
সব রকম ফটো ছাড়া এবারের প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন সংগঠনের সকল কমিটির সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সংগঠনের চেয়ারম্যানের উপদেষ্টা ডা: ছদরুল ইসলাম, আজকের স্বদেশ ডটকমের সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহেল তালুকদার, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম,
সংগঠনের স্থায়ী কমিটির অন্যতম সদস্য হাফিজ আব্দুল হাই, ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সালমান খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. জমিরুল হক সবুজ, জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, সমাজ সেবক শেখ মুসা, শেখ লিটন, ছাত্রলীগ নেতা আব্দুল হক, শেখ আবু তাহের, আব্দুল কাইয়ুম, সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রানীগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।