ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের সামনের মাঠে মঙ্গলবার দুপুরে মাঠ দিবস অনষ্ঠিত হয়েছে। বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন জাত বিনা ধান-১৭ এর প্রচারণা ও সম্প্র্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ ও ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো.হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্রে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ এর বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মাজহারুল ইসলাম,সাংবাদিক এনামুল হক এনাম, স্থানীয় কৃষক লায়েছ মিয়া প্রমুখ।