সিলেটমঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দিরাই পৌরসভায় মেয়রপদে জমিয়ত নেতা মাওলানা হাফিজ লোকমানের মনোনয়নপত্র দাখিল

Ruhul Amin
ডিসেম্বর ১, ২০২০ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ লোকমান আহমদ। মঙ্গলবার থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিল শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন সড়কে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দলীয় কার্যালয়ে এসে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রার্থীর পিতা মাওলানা শায়খ হোসাইন আহমদ, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান।

উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামূল হক শরিফপুরির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌরসভার সভাপতি মাওলানা আব্দুল কাহহার, উপজেলা সহসভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা এ বি এম নোমান, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শাব্বির আহমদ সরদার, সেক্রেটারি মাওলানা ফয়সল আহমদ, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি জিয়াউল করিমসহ জেলা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও সমমনা ইসলামি দলসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,
প্রথম ধাপে সিলেটসহ দেশের ২৫টি পৌরসভায় আগামি ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই তারিখে সিলেট বিভগের ৩ পৌরসভায় নির্বাচন অনুষ্টিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রবিবার সন্ধ্যায় তফসিল অনুমোদন করেন। এরপরই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১লা ডিসেম্বর ও মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩রা ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ই ডিসেম্বর।