সিলেট ২০শে জানুয়ারি, ২০২১ ইং | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
সিলেট রিপোর্ট: বৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেম হাজী শায়খ মাওলানা আব্দুল আহাদ (মুত্তাকী) সাহেব আমাদের মাঝে আর নেই। তিনি বিগত ১২ নভেম্বর ২০২০ ইংরেজী বৃহস্পতিবার দিবা গত রাত ১০ টায় রফিক্বে আলার সান্নিধ্যে চলে গেলেন ছাত্রাবট জামে মসজিদের সন্নিকটে পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত আছেন ৷ তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জ্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ৫ আগষ্ট ১৯২৫ ইংরেজী জন্ম গ্রহন করেন ৷ তার পিতা হাজী আল্লামা রেহান উদ্দিন আহমদ (শায়খে ছাত্রাবটি সাহেব (রহঃ) ৷ দাদা হাজী মুনশি আয়াত উল্ল্যাহ সাহেব (রহঃ) ৷
শিক্ষা ও কর্ম জীবনঃ
হাজী মাওঃ শায়খ আব্দুল আহাদ (মুত্তাকী) (রহঃ) উনার পিতা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানের উস্তাদগনের নিকট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অর্জন করেন পড়ে উচ্চ শিক্ষা জন্য কওমি আরবী ইউনিভারসিটি হাটহাজারী চট্রগ্রাম আগমন করেন ৷ সেখানে সর্বোচ্চ শিক্ষা সমাপ্ত করে নিজ এলাকায় ফিরে আসেন ১৩৮০ হিজরী হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেগ হয়ে পিতার পরামর্শ ক্রমে তিনি রাতগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব এবং রাতগাওঁ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করেন তাছাড়া মিলনপুর হাই স্কুলে ও শিক্ষক ছিলেন অবসরে আশে পাশে গ্রামে, গঞ্জে তিনি একজন বিশেষ সমাজ সেবক ও ন্যায় বিচারক ছিলেন অর্থ এলাকায় কুফুর শির্রক বিদআত অসামাজিক কার্যক্লাফ উচ্ছেদ করে গ্রামে গ্রামে উটান মাহফিল কুরআন হাদিস ও মাসআলা মাসায়েলের বয়ান করে জাতিকে সটিক দিক নির্দেশনা দেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তিনি গ্রাম সরকার ছিলেন সর্বশেষ ১৯৮৭ ইংরেজী তিনি পৃথীবীর সর্ব শ্রেষ্ট জায়গা পবিত্র মক্কা ও মদিনা শরীফে আগমন করেন অবশেষে ২০১৪ ইংরেজী নিজ দেশে আসেন ৷
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com