সিলেটমঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বীর সেনা …শিরিন ইসলাম

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!


একাত্তরের রক্তভেজা দিন ছিলো,
পাকসেনাদের প্রতি তাদের ঘিন ছিলো।
মায়ের চেয়ে আপন যে এই
দেশ ছিলো,
প্রাণ দিয়ে দাও দেশ দেবে না
আদেশ ছিলো।

বীরসেনারা দেশের তরে লড়ছিলো,
জীবন দিয়ে স্বাধীনতা
গড়ছিলো।
বুকে তাদের দেশপ্রেমের
বল ছিলো,
কেউবা তাদের থেমে যেতে
বলছিলো।

ভয়-ভীতি সব পিছন ফেলে
ছুটছিলো,
স্বাধীনতার তরেই তাদের
জোট ছিলো।
কালো রাতের কাল বোশেখি
ঝড় ছিলো

দেশের তরে তাজা রক্ত
ঝরছিলো।
স্বাধীনতার তরেই তাদের
পণ ছিলো,
পর করে সব দেশটা যে
আপন ছিলো।

যার যা আছে তাই নিয়ে সে
ঝাঁপ দিলো,
শত্রুরা তাই পিছন হটে
কাঁপ ছিলো।
দীর্ঘ ন’মাস লড়ার পরে বাংলা নিলাম্বর,
মুক্ত হলো বিজয় এলো।

লেখিকা- সাহিত্যকর্মী