সিলেট ১৬ই আগস্ট, ২০২২ ইং | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২১
সিলেট রিপোর্ট :সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন গত ২৪ ঘণ্টায় । সব মিলিয়ে সিলেট বিভাগের এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে রোববার পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।
এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৭৩৩ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ ও নারী ৫০ হাজার ৫৯৭ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ২২ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com