সিলেটবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাছেনা আক্তার খানের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ

Ruhul Amin
এপ্রিল ২৯, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক চিফ একাউন্টস এন্ড ফিনান্স অফিসার এবং হাসর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,সমাজ সেবক,শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম (রানা) এর মা হাছেনা আক্তার খানের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ রমজান (১৭ সেপ্টেম্বর ২০০৮)।
দিবসটি উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসুচি নেয়া হয়েছে।
মরহুমার স্বামী প্রয়াত ডা: সামছুল হুদা তালুকদার (সন্তোষ) এর বর্তমান উত্তরসুরীরা হাছেনা আক্তারের আত্মার মাগফিরাত উপলক্ষে হাসর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচলন করতে যাচ্ছে “রেশনকার্ড হাসর”। আর্তমানবতার সেবায় আপাতত নিজস্ব অর্থায়নে এই কার্ডের মাধ্যমে প্রান্তিকজনের পাশে দাঁড়াবে “হাসর ফাউন্ডেশন “। আল্লাহ ভরসা, যথাসম্ভব শীঘ্রই এই কর্মসূচির আওতায় হাসরপল্লী এলাকায় রাজেন্দ্রপুর, গন্ধর্বপুর ও সাকুয়া গ্রাম এবং মোহনগঞ্জ এলাকায় উত্তর জগদীশপুর, নগর, রতিয়ারকোনা, বসন্তিয়া গ্রাম থাকছে। ভবিষ্যৎকালে এর আওতা বাড়ানো হবে বলেও জানানো হয়।
এদিকে, আজকে পালিত কর্মসুচিতে
রয়েছে- নেত্রকোণা জেলার মোহনগঞ্জ এর গ্রামের বাড়িতে ( ক) এতিমদের ও মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ ইফতার করা এবং রাতে ডিনার করা,সমন্বয়ক : হুমায়ূন।
(খ) ২৫-টি প্রান্তিক পরিবারের মধ্যে ইফতার পণ্য বিতরণ করা,সমন্বয়ক : হুমায়ূন।
(গ) নগর মাদানিয়া বালিকা মাদ্রাসায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ইফতারের কর্মসুচি রয়েছে। সমন্বয়ক : রুহুল আমীন নগরী।
০২. ভেন্যু :
“হাসরপল্লী”
রাজেন্দ্রপুর খানপাড়া,চল্লিশা,
নেত্রকোণা সদর,
(ক) ২০-টি প্রান্তিক পরিবারের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করা। সমন্বয়ক : পাবেল খান।
(খ) ২০-টি প্রান্তিক ব্যক্তিকে বস্ত্র বিতরণ করা,
সমন্বয়ক : উৎস খান।
(গ) ১০০ ব্যাক্তিকে ইফতার করানো,
সমন্বয়ক : হাবলু খান।
৩. ভেন্যু :
দক্ষিণ বনশ্রী ঢাকায় বাসা,
২০-টি প্রান্তিক ব্যক্তিকে বস্ত্র বিতরণ করা,
সমন্বয়ক : শুভ স্বত্ব রফিক ।