নেত্রকোনা থেকে-মুফাজ্জল হোসেন: চলমান জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনার সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়। জানাগেছে, প্রশান্ত কুমার রায় এর বিপরিতে কোন প্রার্থী না থাকায় তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। অপর দিকে, ১০ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হযেছেন মোহনগঞ্জের এডভোকেট আব্দুল হান্নান রতন ।
প্রশান্ত কুমার রায় ১৯৮৫-৮৯ জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক, ১৯৮৯-৯১ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৫-২০০২ পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক সেক্টর কমান্ডারস ফোরাম জেলা কমিটিসহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনা পৌরসভার সাবেক পৌরমেয়রও ছিলেন তিনি।
অভিনন্দন:
জেলাপরিষদের প্রশাসকপদে জনাব প্রশান্ত কুমার ও ১০ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট আব্দুল হান্নান রতনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ২নং বড়তলী বানিয়াহারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সেক্রেটারী হাজী মুখলেসুর রহমান ।