সিলেটরবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ যুবকের

Ruhul Amin
অক্টোবর ১৭, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট

:হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে পৃথক দুটি মোটরসাইকেল দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। রবিবার পৃথক দুটি দূর্ঘটনায় সুরমা চা বাগানের তিনবাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক (২১), মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের ছেলে অজয় রায় (২৩), উপজেলার তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের ছেলে তারেকুল ইসলাম (২৫) বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ (২২)। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রবিবার দুপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের তিনবাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায়ের দুটি মোটরসাইকেলের মধ্যে চলন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি ধুমড়েমুচড়ে গিয়ে ভেঙে যায়। ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সন্ধ্যায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা ব্রীজের নিকট নিহত তারেক ও ইফতেকারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইফতেকার আহমেদ মারা যান। আশংকাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোন্তফা বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।