সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ২২, ২০২২
সিলেট রিপোর্ট : সিলেটের জৈন্তাপুরের দরবস্ত বাজারে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মেহেদি হাসান (২৪) নামের যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে দরবস্ত বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মেহেদি নিহত হন। তিনি হরিপুর এলাকার উতলারপার গ্রামের বাসিন্দা।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, আহত ২ জনও মোটরসাইকেল আরোহী। তাদের অবস্থা গুরুতর। পুলিশ তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com