সিলেটমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নৌকাসহ ১২০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮টি নৌকায় করে আসা প্রায় ৯০ জন এবং উখিয়া সীমান্ত দিয়ে আসা প্রায় ৩০ জন রোহিঙ্গা মুসলমানকে মায়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নাফ নদীর তিনটি এলাকা দিয়ে রোহিঙ্গাবাহী ওইসব নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা চালায়। এসময় তাদের মায়ানমারের দিকে ফেরত পাঠানো হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন, টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।

তিনি জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে আসা এসব রোহিঙ্গা মুসলমান ৮টি নৌকায় করে তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

এসময় নাফ নদীর জিমংখালী, ল্যাদা ও ডমমিয়া পয়েন্টের সীমান্তের শূন্যরেখা থেকে ওইসব নৌকা মায়ানমারের দিকে ফেরত পাঠায় টহলরত বিজিবি সদস্যরা।

মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব নৌকায় প্রায় ৯০ জনের মতো রোহিঙ্গা ছিল। প্রতিটি নৌকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০/১২ জনের মতো ছিল।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে টেকনাফের নাফ নদীসহ সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল জোরদার রয়েছে।

এদিকে উখিয়া সীমান্তের দুটি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ২৫/৩০ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে মায়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া বিজিবি-৩৪ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্যাহ সরকার।