সিলেটবুধবার , ২৫ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বিভাগ

Ruhul Amin
জানুয়ারি ২৫, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুই ভাগে বিভক্ত করেছে সরকার। এতে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করার আদেশ জারি হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে। এই আদেশ অনুযায়ী আইনশৃঙ্খা বাহিনীর পরিচালনা ও তদারকির দায়িত্ব থাকবে জননিরাপত্তা বিভাগের হাতে। আর সুরক্ষা সেবা বিভাগ দেখবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাজ। দুই বিভাগেই একজন করে সচিব দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন ও পরিকল্পনা) মহিবুল হক ঢাকাটাইমসকে বলেন, ‘মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দুই বিভাগ সৃষ্টির ফলে কাজের গতি যেমন বাড়বে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

এর আগে গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে ভেঙে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করে সরকার।

একইভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের অধনে আলাদা দুটি বিভাগ করার বিষয়েও সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।