সিলেটমঙ্গলবার , ১৬ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গতদের মধ্যে রোটারী ক্লাবের ত্রাণ বিতরণ

Ruhul Amin
মে ১৬, ২০১৭ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সাতগাঁও এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের মধ্যে রহমান ছাতা এন্ড কোম্পানীর উদ্যোগে রোটারী ক্লাব অব সিলেট প্রাইডের সহযোগিতায় গত ১৫ মে সোমবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি মোঃ ফেরদৌস আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, সিরাজ ছাতা’র সত্ত্বাধিকারী সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি আফছর আহমেদ বকুল, রোটারিয়ান আব্দুল মালেক, এডভোকেট মোঃ আইন উদ্দিন।

প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ জমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন জমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুক আহমদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাষ্টার সিরাজুল ইসলাম, আব্দুল রহিম, বিশিষ্ট মুরব্বী ফখরুল ইসলাম, ওয়াহিদ মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তার বলেন, বিগত দিনের অকাল বন্যায় হাওর অঞ্চলের বোরো ধান তলিয়ে যায়। এমতাবস্থায় ভাটি অঞ্চলের মানুষ খুব কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছে। এই দুর্যোগময় সময় দুস্থ মানুষের মুখে হাসিফোটাতে ও সহযোগিতা করতে রহমান ছাতা এন্ড কোম্পানী যে উদ্যোগে গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বক্তারা এ ধরনের মহতী উদ্যোগ ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।