সিলেটবুধবার , ১ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল উলূম দেওবন্দ হলো আমাদের চেতনার বাতিঘর: আল্লামা নূর হুসাইন কাসেমী

Ruhul Amin
নভেম্বর ১, ২০১৭ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

আতাউর রহমান, টাঙ্গাইল থেকে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে “আকাবিরে দেওবন্দ কনফারেন্সে” প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নূর হুসাইন কাসেমী বলেন দারুল উলূম দেওবন্দ হলো আমাদের চেতনার বাতিঘর । দারুল উলূম না হলে এদেশে হয়তো আমাদের মুসলিম বলে পরিচয় থাকতোনা । তাঁরা ইসলামের জন্য, মুসলমানদের জন্য যেই অবদান রেখে গিয়েছেন তা চিরকাল স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাদের সীমাহীন ত্যাগ তিতিক্ষা আর কুরবানির বদৌলতেই তো আমরা এই স্বাধীন ভূখণ্ড হাতে পেয়েছি ।

এ সময় জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব উপস্থিত টাঙ্গাইলের শীর্ষ উলামা মাশায়েখদের উদ্যেশ্যে বলেন আমাদেরকে দারুল উলূমের চেতনার যথাযথ সংরক্ষণশীল হতে হবে। তা কেবল শিক্ষা দিক্ষা আর দা’ওয়াতের ক্ষেত্রেই নয়; বরং সিয়াসি তথা রাজনৈতিক ক্ষেত্রেও হতে হবে। সেক্ষত্রে জমিয়তের বিকল্প কিছু দেখিনা। জমিয়তই হল একমাত্র সংগঠন যা সরাসরি দারুল উলূমের হাত ধরে বেড়িয়ে এসেছে । তাই দেশ জাতি ও ঈমান আমলের সুরক্ষার জন্যে সকল উলামায়ে কেরাম এক হয়ে জমিয়তের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। এটা অত্যাবশ্যকীয় একটি বিষয়। কেননা সংগঠন ছাড়া কখনো নিজেদের অস্তিত্ব টিকিয়ে সম্ভব নয় ।

(বুধবার) শহরের জেলা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হওয়া এ কনফারেন্সে জেলা জমিয়তের সভাপতি মাও. আ. জলীলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ন মহাসচিব সাবেক এম.পি এডভোকেট মাও. শাহীনূর পাশা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়ত ঢাকা মহানগরী সহসভাপতি মাও. হামেদ জাহেরীসহ প্রমুখ নেতৃবৃন্দ ।উল্লেখ্য বিগত প্রায় দুইমাস যাবত প্রস্তুতি গ্রহণ করে জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল জেলা এই “আকাবিরে দেওবন্দ কনফারেন্সে”র আয়োজন করে। যার মাধ্যমে জেলার উল্লেখযোগ্য উলামাদের নিয়ে সেখানের জমিয়ত এক শক্তিশালী অবস্থানে দাঁড়াতে সক্ষম হয়েছে ।