সিলেটশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেস্টার শাহজালাল মসজিদে ঈদে মীলাদুন্নবী (সা) কনফারেন্স অনুষ্ঠিত

Ruhul Amin
ডিসেম্বর ৮, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 
খাইরুল হুদা খান,ইংল্যান্ড থেকে: বিশ্বমানবতার মুক্তির সনদ, শান্তির দিশারী, হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন বার্ষিকী পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী
শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টার এর উদ্যোগে গত ৬ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হয়
গ্রান্ড কনফারেন্স। শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খান এর উপস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা
হুছামুদ্দীন চৌধুরী ছাহেবজাদা ফুলতলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বিশিষ্ট বুযুর্গ, বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর, শায়েখ ড নাজী বিন রাশীদ আল আরাবী আল আজহারী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মিশরের বিশ্বকারী আবদুল বাছিত এর ছাহেবজাদা ক্বারী
ইয়াসির আবদুল বাছিত, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের শিক্ষক শায়েখ মারুফ আহমদ।
বক্তাগণ বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) হলেন আমাদের জন্য সবচেয়ে বড় রহমত ও
অনুগ্রহ। আর আল্লাহর রহমত ও করুণা প্রাপ্তির শুকরিয়া স্বরূপ খুশি প্রকাশের নির্দেশ দেয়া
হয়েছে কুরআনে কারীমে। এজন্য আল্লাহর রাসূল নিজেই তাঁর জন্মদিবস পালন করেছেন আল্লাহর
শুকরিয়া আদায় করার মাধ্যমে। তাঁর সাহাবায়ে কিরামগণ মীলাদ মাহফিল করেছেন আল্লাহর
রাসূলের শানে কাসীদা এবং দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে
সত্যপন্থী উলামায়ে কিরাম পালন করে আসছেন ঈদে মীলাদুন্নবীর।
কনফারেন্সে নর্থওয়েস্টের বিভিন্ন শহর থেকে উলামায়ে কিরামসহ বিপুলসংখ্যক নবী প্রেমিক
মুসলিম জনতা উপস্থিত হন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার এর অবসরপ্রাপ্ত সিনিয়র ম্যাজিসট্র্যাট
আলহাজ কবির আহমেদ এমবিই, জিএমবিএর সাবেক চেয়ারম্যান ময়নুল আমিন বুলবুল, আলহাজ
আলাউদ্দিন, ব্রাডফোর্ডবায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন, মসজিদে
আল আমিনের ইমাম মাওলানা মুফতি আবদুর রহমান, ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের ইমাম
মাওলানা নাসির উদ্দিন, মদীনা মসজিদের ইমাম মাওলানা আবূ সালেহ মামুন, ওল্ডহ্যাম শাহজালাল
মসজিদের ইমাম মাওলানা আবদুল বাছিত, ক্রু জামে মসজিদের ইমাম হাফিজ বুরহান উদ্দিন খান,
মাওলানা হাফিজ আসকির মিয়া, হাফিজ সুহেল আহমদ, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা
এম এ বাছিত, হাফিজ জামাল হোসাইন, আলহাজ¦ আফিজ আলী, আলহাজ¦ এ মালিক সওদাগর, কবি
তাবেদার রসুল বকুল, মোহাম্মদ আসলাম জনি, কামরু মিয়া, সারওয়ার খান, সওগাতুল ইমাম চৌধুরী
প্রমুখ।