সিলেটবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে মাতৃভাষা নিয়ে জমিয়তের আলোচনা সভা সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

.
সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৩ই ফেব্রুয়ারী বাদ যোহর সাচনা বাজার লঞ্চ ঘাটে অনুষ্ঠিত হয়। উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খোরশেদ আলম’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রশীদ আহমদ’র পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ ছিদ্দিক আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী। বিশেষ অতিথির হিসেব রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম,যুগ্ম সম্পাদক মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী,সহ সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীস নগরী, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন,যুগ্ম সম্পাদক মুহা.আলতাফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা আবুল কালাম,মাওলানা তাফাজ্জুল হক,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,মাওলানা আহসান উল্লাহ,মাওলানা সালেহ আহমদ,মাওলানা তাজুল ইসলাম সাদী,উপজেলা যুব জমিয়ত সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম,মাওলানা শামসুল ইসলাম,মাওলানা সুলতান,মাওলানা আল আমিন, মাওলানা বিলাল আহমদ,হাফিজ মাছরুফ আহমদ,মাওলানা এহসানুল হক,শফীকুল ইসলাম,আতিকুর রহমান,বায়েজীদ আহমদ মারুফ,সুলাইমান খান,দ্বীন ইসলাম,সাইদুর রহমান,উসমান জহুর,আইনুল হক,স্বাধীন খান প্রমুখ।
শাহীনূর পাশা চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের মোকাবেলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেন, সর্বস্থরের মাতৃভাষার ব্যাপক চর্চার কথা শুধু মুখেই বলা হয়, বাস্তবে তার উল্টো কাজটিই রাষ্ট্রিয় ভাবে করা হচ্ছে। তিনি অবিলম্বে আদালত,সংসদসহ সকল স্থরে বাংলাকে বাধ্যতা মুলক করার দাবি জানিয়ে বলেন, উলামায়ে কেরামই ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রর্দশণ করছেন।